SIR-এর পর সেনসাস! এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি জনগণনার কাজ, জারি সরকারি নির্দেশ
Published on 28 Jan 2026 | 👁 664 views

দেশজুড়ে শুরু হতে চলেছে আগামী জনগণনার প্রস্তুতি। ২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া ইতিমধ্যেই প্রকাশ করেছে ৩৩টি প্রশ্নের তালিকা। এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে দেশের প্রতিটি পরিবারকেই।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের জনগণনা হবে দুটি ধাপে। প্রথমে শুরু হবে প্রস্তুতিপর্ব, যা চলবে চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সম্পন্ন হবে বাড়ির তালিকা গণনার কাজ।
সবশেষে, ২০২৭ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে মূল জনসংখ্যা গণনা। সেই সময় বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কর্মীরা আপনাদের থেকে পরিবারের বিভিন্ন সংগ্রহ করবে। এছাড়াও তথ্য সংগ্রহের পুরো প্রক্রিয়াই হবে ডিজিটাল এবং অফলাইন পদ্ধতিতে, যা আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন ঘরে বসেই।
২০২৭ সালের জনগণনায় বাড়ি বাড়ি গিয়ে যে ৩৩টি প্রশ্ন করবে আপনাকে কী জন্য জেনে নিন—
১) আপনার বাড়ির নম্বর (পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ বা আদমসুমারির নম্বর)
আরও পড়ুন
আই-প্যাক তল্লাশি মামলায় সুপ্রিম কোর্টে ইডি-র নতুন আবেদন, ডিজিপি রাজীব কুমারকে সাসপেন্ডের দাবি
শুনানি চলাকালীন ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর দুষ্কৃতীদের হামলা বলে দাবি করল মুখ্য নির্বাচনী আধিকারিক, গ্রেপ্তার দুই
ভোটের আগে উন্নয়নের পাঁচালি নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক
Voter Hearing Notice Name Check West Bengal 2026: ভোটার SIR হেয়ারিং নোটিশ আপনার নামে আসছে কিনা,চেক করুন অনলাইনে
২) সেনসাস হাউস নম্বর
বাড়ির ধরন, উপকরণ এবং অবস্থা সম্পর্কিত বিষয়
৩) বাড়ির মেঝে কি দিয়ে তৈরি পাকা না কাঁচা
৪) বাড়ির দেওয়াল কী দিয়ে তৈরি
৫) বাড়ির ছাদ কী দিয়ে তৈরি
৬) আপনার বাড়ি কী কাজে ব্যবহার করা হয়। যেমন- আপনার বাড়ি থাকার জন্য নাকি বানিজ্যিক কোন কাজে ব্যবহার হয়।
৭) বাড়ির বর্তমান অবস্থা কেমন
৮)পরিবারে মোট কতজন সদস্য রয়েছেন?
এই প্রশ্নের মাধ্যমে পরিবারের মোট সদস্য সংখ্যা নথিভুক্ত করা হবে।
৯) পরিবারের কতজন সদস্য বর্তমানে ওই বাড়িতেই বসবাস করেন?
যাঁরা স্থায়ীভাবে ওই বাড়িতে থাকেন, তাঁদের সংখ্যা জানাতে হবে।